মুরলী কাঁদে ‘রাধে রাধে’ বলে | Muroli Kande Radhe Radhe Bole | Key Lyrics

মুরলী কাঁদে ‘রাধে রাধে’ বলে
Muroli Kande Radhe Radhe Bole
কথা ও সুর: অতুলপ্রসাদ সেন
[মুরলী কাঁদে ‘রাধে রাধে’ বলে]-২
শ্যামসুন্দর হায়,ভাসে নয়নজলে।
রাধে রাধে বলে
[মুরলী কাঁদে রাধে রাধে বলে]-২
[দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্যে ঝোলে ঝুলা নীপতরু তলে]-২
‘রাধে রাধে’ বলে
[মুরলী কাঁদে রাধে রাধে বলে]-২
[কুঞ্জে নীরব পাখি,পুচ্ছ মেলে না শিখী,
পবন থাকি থাকি,দীর্ঘ নিশ্বাস ফেলে]-২
[এসো গো মানিনী,মাধো বিমোহিনী]-২
এসো বিরহিনী,এসো বঁধু গলে-
‘শ্যাম শ্যাম’বলে।
[মুরলী কাঁদে রাধে রাধে বলে]-২
শ্যাম সুন্দর হায়,ভাসে নয়ন জলে।
রাধে রাধে বলে
মুরলী কাঁদে রাধে রাধে বলে
মুরলী কাঁদে মুরলী কাঁদে
মুরলী কাঁদে রাধে রাধে বলে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *