মুখে মুখে কোরান মানি
Mukhe Mukhe Quran Mani
শিল্পী: মাতাল কবি রাজ্জাক দেওয়ান
Mukhe Mukhe Quran Mani
শিল্পী: মাতাল কবি রাজ্জাক দেওয়ান
আমরা মুখে মুখে কোরান মানি
ধনী মানী সবজনা
আসলে কোন শালায় মানে না
মানেনা আসলে কোন শালায় মানে না।
কোরান মোদের ধর্ম বাণী
সুদ নিষেধ কোরানে শুনি
কোরান মোদের ধর্ম বাণী
কোরান মোদের ধর্ম বাণী,
সুদ নিষেধ কোরানে শুনি।
এখন সুদের টাকায় সবাই ধনী
সুদের টাকায় সবাই ধনী
বাড়ি গাড়ি কলকারখানা;
আসলে কোন শালায় মানে না।
ওরে ইসলাম ধর্ম অনুসারে
ছবি দেখা নিষেধ করে।
ইসলাম ধর্ম অনুসারে
ছবি দেখা নিষেধ করে।
এখন ছবি দেখে ঘরে ঘরে
ছবি দেখে ঘরে ঘরে
উলু ভুলু মানেনা।
আসলে কোন শালায় মানে না।
জমি বন্টনের কালে,
গরীব কাঙ্গাল কাছে এলে।।
আল্লায় বাটের এক বাট দিতে বলে
বাটের এক বাট দিতে বলে
কেউ কোন দিন দিলাম না
আসলে কোন শালায় মানে না
মানেনা আসলে কোন শালায় মানে না।
ওরে দারোগা পুলিশ আইনের ঘরে
ঘুষের টাকার চিন্তা করে।
জজ ব্যারিস্টার আইনের ঘরে
ঘুষের টাকার চিন্তা করে।
আমি ছাড়ব কি আর ধরবো কারে ?
ছাড়ব কি আর ধরবো কারে ?
টাকাতে বিবেচনা।
আসলে কোন শালায় মানে না।
তবে বাজাইরা দোকানি যারা
তৈল ঘি কি ভেজাল ছাড়া ?
বাজাইরা দোকানি যারা
তৈল ঘি কি ভেজাল ছাড়া ?
ভেজাল ছাড়া আছে কারা ?
ভেজাল ছাড়া আছে কারা ?
হাজী গাজী মাওলানা।
আসলে কোন শালা?
ওরে মোল্লা মুন্সি অবিরত
আমার মুখে বলব কত ?
মোল্লা মুন্সি অবিরত
আমার মুখে বলব কত ?
ময়লা খায় শত শত
ময়লা খায় শত শত
কোরানে কয় রাব্বানা।
আসলে কোন শালায় মানে না।
তাই ধর্ম গেছে রসাতলে
চলছি মোরা গায়ের বলে
ধর্ম গেছে রসাতলে;
ধর্ম গেছে রসাতলে
চলছি মোরা গায়ের বলে
মাতাল রাজ্জাক কেন্দে বলে
মাতাল রাজ্জাক কেন্দে বলে
ডাকলে মানুষ জাগে না।
আসলে কোন শালায় মানে না।
মানেনা আসলে কোন শালায় ?
মুখে মুখে কোরাণ মানি
মুখে মুখে কোরাণ মানি
আমরা ধনী মানী সবজনা
আসলে কোন শালায় মানে না
মানেনা আসলে কোন শালায় মানে না।