মুখে বললেই প্রেম হয়না
Mukhe Bollei Prem Hoy Na
কথা: শ্যামল সেনগুপ্ত
সুর: বাবুল বোস
কণ্ঠ: অলকা ইয়াগনিক
ও ও ও হো ও ও হো হো ও ও ও ও ও ও
[মুখে বললেই প্রেম হয়না
মন না দিলে মন পাওয়া যায়না]-২
[মরীচিকা যদিও বা]-২
খুঁজে পাওয়া যায়,
মনে খনি খোঁজা যায়না ও ও
মুখে বললেই প্রেম হয়না
মন না দিলে মন পাওয়া যায়না।
[চোখে রেখে চোখ,ভুলিয়ে আমায়,
মনটা নিলে তুমি কেড়ে,
চাও কি এখন অনেক দূরে,
চলে যেতে আমায় ছেড়ে]-২
না নাগো না
আমায় কাঁদিয়ে তুমি চলে যেওনা
মুখে বললেই প্রেম হয়না
মন না দিলে মন পাওয়া যায়না।
[জোয়ার যদি আনে নদী,
ভাঙ্গে যদি কূল প্লাবনে
লাভ কি বল নাইবা যদি
পাশে থাক এই শ্রাবণে]-২
না নাগো না
আমায় ভাসিয়ে তুমি চলে যেওনা
মুখে বললেই প্রেম হয়না
মন না দিলে মন পাওয়া যায়না।
[শুরুটা তো বেশ ভালোই ছিল
শেষটাই বা কেন হবেনা!
ভুলেও যদি যাও গো আমায়,
তোমায় ভোলা আর যাবেনা]-২
না নাগো না
ও মুখ তোমার আর ভোলা যাবেনা।
মুখে বললেই প্রেম হয়না
মন না দিলে মন পাওয়া যায়না
[মরীচিকা যদিও বা]-২
খুঁজে পাওয়া যায়,
মনে খনি খোঁজা যায়না
মুখে বললেই প্রেম হয়না
মন না দিলে মন পাওয়া যায়না।