মিষ্টি মিষ্টি চেহারা
কাজল কাজল আঁখি
ছবি-দিলবালে
শিল্পী-কুমার শানু
ও ও ও ও ও ও
আ আ আ আ আ
ও ও ও ও আ আ আ
মিষ্টি মিষ্টি চেহারা,
কাজল কাজল আঁখি।।
কাজল কাজল আঁখিতে
ঐ মন মজানো প্রেম
বহু যত্নে মনে হয় তোমায়,
বিধাতা বানালেন।।
তুমি দৃষ্টি নামালে চাঁদ আসে,
তুমি দৃষ্টি ওঠালে ভোর হাসে।।
তোমার হাসিতে ফুলেরা রং ছড়ায়
তোমার রূপেতে পরীরা লজ্জ্বা পায়
তোমার চিকন চিকন কেশে,
কত উথাল বাতাস মেশে।
তোমার কোমল কোমল গালে,
কত গোলাপ খুশি ঢালে
কে জানে আমি কোন্ দেশে
কোন্ আবেশে হারিয়ে গেলেম।
বহু যত্নে মনে হয় তোমায়,
বিধাতা বানালেন।।
মিষ্টি মিষ্টি চেহারা,
কাজল কাজল আঁখি।।
দুনিয়াতে আছে রূপসী কত,
তবু কেউ কোথাও নেই,
তোমার মতো।।
তুলনা তোমার শুধুই তুমি,
উপমা খুঁজে পাইনা আমি।
তোমার অঙ্গে ফুলের গন্ধ,
তোমার চলন ঝরণার ছন্দ
তোমার কাঁকন আর বাজুবন্দ
দেয় অকারণ আনন্দ।
এই তুমি কি সেই তুমি
যার স্বপ্ন আমি দেখতেম।
বহু যত্নে মনে হয় তোমায়,
বিধাতা বানালেন।।
মিষ্টি মিষ্টি চেহারা,
কাজল কাজল আঁখি।।
কাজল কাজল আঁখিতে
ঐ মন মজানো প্রেম
বহু যত্নে মনে হয় তোমায়,
বিধাতা বানালেন।।
……………………………….
Kitna hasin chehra
kitnee pyaree aankhe
Film : Dilwale
Music : Nadeem-Shravan
Lyrics : Sameer
Singer : Kumar Sanu
Kitna hasin chehra,
kitnee pyaree aankhe (2)
Kitnee pyaree aankhe hai,
aankho se chhalakta pyar
Kudrat ne banaya hoga,
phursat se tujhe mere yar(2)
Teree najar jhuke toh sham dhale,
Jo uthe najar toh subah chale(2)
Too hase toh kaliya khil jaye,
tujhe dekh ke hur bhee sharmaye
Teree bikhree bikhree julfe
teree mehakee mehakee sanse
Teree koyal jaisee bolee
teree mithee mithee bate
Jee chahe mera mai yu hee
tera karta rahu didar
Kudrat ne banaya hoga,
phursat se tujhe mere yar(2)
Kitna hasin chehra
kitnee pyaree aankhe
Duniya me hasin aur bhee hain,
Hoga na koyee tere jaisa hasin(2)
Rangin jawan madhosh badan,
too husno shabab ka hain gulshan
Tere ang se khusbu barse
pariyon see sundar kaya
Jo kuchh socha tha maine
woh sab kuchh tujhmein paya
Teree ek ada peh mai
sadke jau sau bar
Kudrat ne banaya hoga,
phursat se tujhe mere yar(2)
Kitna hasin chehra
kitnee pyaree aankhe
Kitnee pyaree aankhe hai
aankho se chhalakta pyar
Kudrat ne banaya hoga,
phursat se tujhe mere yar(2)