মিথ্যে নয় | Mitthe Noy | হাবিব ওয়াহিদ

শিরোনামঃ মিথ্যে নয়
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ শফিক তুহিন
হৃদয়ে হৃদয় ছুয়ে প্রশ্নোত্তর ধুয়ে
আমি যে কে তোর বলনা রে,
আদরে আদর একে স্বপ্ন আবির মেখে
হারাবো কোথাও চলনা রে,
আর কারো নয়রে তুই মন দিয়ে মনরে ছুই
তোরে বড় বেশি ভালবাসি এ কথাটি মিথ্যে নয় ।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায় চুপকথা রুপকথায়
জীবনের পুরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই মন দিয়ে মনরে ছুই
তোরে বড় বেশি ভালবাসি এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুয়ে প্রশ্নোত্তর ধুয়ে
আমি যে কে তোর বলনা রে,
আদরে আদর একে স্বপ্ন আবির মেখে
হারাবো কোথাও চলনা রে ।।

Check Also

চলতে চলতে বলতে বলতে | Bolte Bolte Cholte Cholte | Imran mahmudul

শিরোনামঃ চলতে চলতে বলতে বলতে Bolte Bolte Cholte Cholte Imran mahmudul শিল্পীঃ ইমরান সুরকারঃ ইমরান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *