মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে?
(শিল্পী-শ্রীরাম কুমার চ্যাটার্জী)
মা তোর চোখের কাজল
সারা গায়ে মাখিয়ে দিল কে?(২)
বল কে পরালো শ্মশান চিতার(২)
ঐ ভস্ম দিল কে মাগো
চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল কে?
মা তোর চোখের কাজল
সারা গায়ে মাখিয়ে দিল কে?
হাড়ের মালা কোথায় পেলি,
যোগিনী সাজ সেজে এলি(২)
মা তোর গৌরি নাম কি বল্ না মাগো(২)
বল হরে নিল কেবা গো
ওরে চোখের কাজল
সারা গায়ে মাখিয়ে দিল কে?
বল্ কে পরালো শ্মশান চিতার
ওরে কে পরালো শ্মশান চিতার
ভস্ম দিল কেবা গো
চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল কে
দেখে যারে পায়ের শোভা
পা’ নয়তো যেন রক্ত জবা
দেখে যারে পায়ের শোভা
মাগো মা,মাগো মা,
আমার মাগো মাগো
ঐ দেখে যারে পায়ের শোভা
পা’ নয়তো যেন রক্ত জবা
এমন রুপের ডালি কে দেখেছে(২)
এই সারা ত্রিলোকে গো
তোর চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল কে
মা তোর চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল কে
বল্ কে পরালো শ্মশান চিতার(২)
ভস্ম দিল কে রে
চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল কে
মা তোর চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল কে