মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে | Mayer Emni Bicar Bote, Je Jon Dibanishi Durga Bole | Key Lyrics

মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে

Mayer Emni Bicar Bote, Je Jon Dibanishi Durga Bole 

মায়ের এমনি বিচার বটে

যে জন দিবানিশি দুর্গা বলে,

তার কপালে বিপদ ঘটে

মায়ের এমনি বিচার বটে(২)

হুজুরুতে আরজি দিয়ে,

দাঁড়িয়ে আছি করপুটে(৩)

কবে আদালতে শুনানি হবে,

নিস্তার পাব এ সংকটে

মায়ের এমনি বিচার বটে(২)

সওয়াল-জবাব করবো কি মা,

বুদ্ধি নাইকো আমার ঘটে(৩)

আমার ভরসা কেবল শিববাক্য

ঐক্য বেদাগমে রটে

মায়ের এমনি বিচার বটে(২)

প্রসাদ বলে শমন ভয়ে,

ইচ্ছা হয় যে পালাই ছুটে(৩)

(যেন)অন্তিমকালে জয় দুর্গা ব’লে,

প্রাণ ত্যজি জাহ্নবীর তটে(২)

মায়ের এমনি বিচার বটে(২)

(যেজন)দিবানিশি দুর্গা বলে,

তার কপালে বিপদ ঘটে(২)

মায়ের এমনি বিচার বটে-২(মা)

“রামপ্রসাদী গান”
(কন্ঠ-শ্রীকুমার চট্টোপাধ্যায়)
রাগিণী জংলা-তাল একতালা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *