মায়যে আমার চলছে দেশে
Mayje Amar Cholche Deshe
Key Lyrics
গীতিকার : বাবুল সরকার
শিল্পী: বাবুল সরকার
মায়যে আমার চলছে দেশে
আমায় জন্মের পাগল বানাইয়া
মায়েরে কোথায় যাও লইয়া
মায়রে সাদা কাপড় পরাইয়া
মায়রে খাটের উপর শোয়াইয়া
আমার মায়রে তোমরা কোথায় যাও লইয়া
তোলো মায়ের মুখের কাফন
মায়রে দেখবো একবার চাইয়া
মাগো শেষবারের মতন জনমের দেখা
আমার মায়রে লইবো আমি দেখিয়া
মায়রে সাদা কাপড় পরাইয়া
মায়রে খাটের উপর শোয়াইয়া
আমার মায়রে তোমরা কোথায় যাও লইয়া
আমার মায়রে কত কষ্ট দিছি
আমি বুঝতে না পারি আর
মাগো দুগ্ধের দাবি করিও ক্ষমা
নইলে মুক্তি পাবো আর কই যাইয়া
মায়রে সাদা কাপড় পরাইয়া
মায়রে খাটের উপর শোয়াইয়া
আমার মায়রে তোমরা কই যাও লইয়া
আমার মায় চলেছে আপন দেশে
আমায় জন্মের এতিম বানাইয়া
মাগো সারা জীবন থাকবোরে শুধু
মায়ের চরণ বুকে লইয়া
মায়রে সাদা কাপড় পরাইয়া
মায়রে খাটের উপর শোয়াইয়া
আমার মায়রে তোমরা কই যাও লইয়া
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
নাইকা মাতা, নাইকা পিতা, যার ছাড়ছে জোড়ার ভাই
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
জন্মের এতিম বানাইয়া মা লুকাইলো কোথায়
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
ভবে যার হারাইছে সেইতো জানেরে জ্বালা
অন্যে বোঝে না
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
আমি কোথায় গেলে পাবো তারে
কার ছায়ায় দাড়াঁবোরে
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
ভবে মনের দুঃখ কেউ বোঝে নারে সখি
কার কাছে বলিবরে
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
ভবে মায়ের মত নাই দরদী
মাগো থাইকো না ভুলিয়া
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া
ভবে মুখ দেখিয়া দুঃখ বুঝিবে
এমন দরদী গ্যাছে হারাইয়া
আজ আমরা জনমের দুঃখিনীরে হইয়া….