মানুষ যে আজ আর
Manush Je Aaj Ar
ছায়াছবি: বলিদান (১৯৯০)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপী লাহিড়ী
শিল্পী: কুমার শানু
[মানুষ যে আজ আর
নেইকো মানুষ
দুনিয়াটা শুধু স্বার্থের]-২
পর আজ ভাই-বোন
সংসার পরিজন
সবাই নিজের নিজের
মানুষ যে আজ আর
নেইকো মানুষ
দুনিয়াটা শুধু স্বার্থের
পর আজ ভাই-বোন
সংসার পরিজন
সবাই নিজের নিজের
মানুষ যে আজ আর
নেইকো মানুষ
দুনিয়াটা শুধু স্বার্থের
[নেইতো কোথাও ভালোবাসা,
স্নেহ করুণা,প্রীতির ভাষা]-২
সবাই যে আজ টাকার গোলাম
অর্থই বড় সকলের
পর আজ ভাই-বোন
সংসার পরিজন
সবাই নিজের নিজের
মানুষ যে আজ আর
নেইকো মানুষ
দুনিয়াটা শুধু স্বার্থের।
[ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে,
অসহায় ফুল গাছেতে ফোঁটে]-২
চোখের ওপর যে হয় বলিদান
মায়া নেই তবু মানুষের
পর আজ ভাই-বোন
সংসার পরিজন
সবাই নিজের নিজের
মানুষ যে আজ আর
নেইকো মানুষ
দুনিয়াটা শুধু স্বার্থের
পর আজ ভাই-বোন
সংসার পরিজন
সবাই নিজের নিজের
পর আজ ভাই-বোন
সংসার পরিজন
সবাই নিজের নিজের।