মাগো মা ঝিগো ঝি | Mago Ma Jhigo Jhi | বারী সিদ্দিকী

মাগো মা ঝিগো ঝি
Mago Ma Jhigo Jhi
কথা ও সুর: রশীদ উদ্দিন
শিল্পী: বারী সিদ্দিকী
[মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।]-২
গোমাই নদী নষ্ট করলো
ঐ না কোলা ব্যাঙে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
[মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।]-২
ভাঙ্গা নৌকায় উঠলো জল
নদী করে কল-কল
কল-কলাকল পারিনা তার সঙ্গে
[নদীর নাম কামিনী সাগর
বাঁকে বাঁকে ওঠে লহোর]-২
কত সাধুর ভরা নৌকা পার হয় তার তরঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
[মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।]-২
ছিলাম শিশু ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে
[এই দেহে আসলো জোয়ানী
গাঙ্গে আইলো নয়া পানি]-২
কাম কামিনী বসিলো বাম অঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
[মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।]-২
ছিলাম জোয়ান হইলাম বুড়া
বেঁকে গ্যালো বাঁকা গোড়া
গোরুই-গোড়া সব গিয়াছে ভেঙ্গে
[রশিদ উদ্দীন বলে গানে
চেয়ে দেখো আপন মনে]-২
একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
[মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।]-২
[গোমাই নদী নষ্ট করলো]-২
ঐ না কোলা ব্যাঙে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
মাগো মা ঝিগো ঝি
করলাম কি রঙ্গে।
[ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *