মাগো তুমি এলেই সুখে দুঃখে আলোয় ভরে যায়
Mago Tumi Elei Sukhe Dukhe Aloy Vore Jay
কথা,সুর-সাহেব ভট্টাচার্য
সংগীত-গামলি ব্যানার্জি, সাহেব ভট্টাচার্য
কন্ঠ-কুমার শানু, মালবিকা দাস
মাগো তুমি এলেই সুখে দুঃখে আলোয় ভরে যায়
তোমার আগমনে সবার হৃদয় জুড়ে যায়
তোমার পায়ের ছোঁয়ায় মাগো ক্লান্তি দূর হয়।।
তোমার আগমনে সবার হৃদয় জুড়ে যায়
তুমি এলেই সুখে দুঃখে আলোয় ভরে যায়
তোমার আগমনে সবার হৃদয় জুড়ে যায়।
দশ হাতেতে দশভূজা সাথে নিয়ে বাহন।।
শঙ্খ উলু সিঁদুর দিয়ে করি তোমায় বরণ।
মনেই থাক বছর ধরে আসবে কবে তুমি,
দেখতে দেখতে বছর গেল চলে এলে তুমি(হো)।।
মহালয়ার শিহরণে ঘোর কেটে যায়
সবার ঘরে হাসি ফোঁটে তোমার অপেক্ষায়
প্রতিবছর মাগো তুমি এমনি করে এসো
দিনগুলো না গুনে একটু বেশি করে থেকো।
ভিড়ে মিশি সকলেতে ভুলে গিয়ে জাতি,
ভেদাভেদ নেই গো মাগো আনন্দেতে মাতি(হো)।।
বিজয়াতে গলা মিলি শত্রু মিত্র ভুলে
ঢাকের তালে মহানন্দে নাচি সকলে।
প্রতিবছর মাগো তুমি এমনি করে এসো
দিনগুলো না গুনে একটু বেশি করে থেকো।
তুমি এলেই সুখে দুঃখে আলোয় ভরে যায়
তোমার আগমনে সবার হৃদয় জুড়ে যায়
দশ হাতেতে দশভূজা সাথে নিয়ে বাহন
শঙ্খ উলু সিঁদুর দিয়ে করি তোমায় বরণ।
বলো দুগ্গা মায় কি জয়।।।।