মন বড় অবুঝ সে যখন | Mon Boro Obujh Se Jokhon | KeyLyrics

Mon Boro Obujh Se Jokhon
মন বড় অবুঝ সে যখন
ছবি-গ্যাঁড়াকল
শিল্পী-সাধনা সরগম

আকাশের তারা গোনা যায় না
সাগরের তল যদিও বা পাওয়া যায়
মনের গোপন কথা জানা যায়না।
আ আ আ আ আ আ
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
না পেলে নীরব অভিমানে কান্না ঝরে
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
না পেলে নীরব অভিমানে কান্না ঝরে
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।

মন মানে তো মানা,তার আশার নেই সীমানা
কখনো সে বড়ই চেনা,কখনো লাগে অচেনা।
মন যেন এক সুমুদ্দুর কখনো মেঘ কখনো রৌদ্দুর
কখনো খুশির ঝর্ণা কখনো বিষাদের সুর।
মন নিজের ঘর ইচ্ছেমত ভাঙ্গে গড়ে।
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।

মন যেন কাঁচের আয়না,
ভাঙ্গলে জোড়া তো যায়না
কখনো সে সোনার হরিণ,
ধরেও ধরা সে দেয়না।
মন যে বড় খেয়ালী
সেই জানে তার হেঁয়ালি
কখনো সে সুখী জীবন,
কখনো আষাঢ় মরণ।
মন গোলকধাঁধা সেই জানে
কখন কি যে করে !
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
না পেলে নীরব অভিমানে কান্না ঝরে
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
মন বড় অবুঝ সে যখন  Mon Boro Obujh Se Jokhon  KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *