মন পবনের নৌকা বটে বেয়ে দে শ্রীদুর্গা বোলে | Mon Poboner Nouka Bote, Beye De ShriDurga Bole | শ্যামাসঙ্গীত

মন পবনের নৌকা বটে, বেয়ে দে শ্রীদুর্গা বোলে
Mon Poboner Nouka Bote, Beye De ShriDurga Bole
কথা-কমলাকান্ত ভট্টাচার্য‍্য
শিল্পী-শ্রীকান্ত আচার্য‍্য

মন পবনের নৌকা বটে বেয়ে দে শ্রীদুর্গা বোলে

মন পবনের নৌকা বটে,
বেয়ে দে শ্রীদুর্গা বোলে।
মন মহামন্ত্র যন্ত্র যার,
সুবাতাসে বাদাম তুলে।
মন পবনের নৌকা বটে।

মহামন্ত্র কর হাল,
কুণ্ডলিনী কর পাল;
সুজন কুজন আছে যারা,
তাদের দে রে,
দাঁড়ে ফেলে।।
মন পবনের নৌকা বটে।

কমলাকান্তের নেয়ে,
নঙ্গর তোলো দুর্গা কয়ে;
পড়িবি তুফানে যখন,
সারি গাবি সবাই মিলে।।
মন পবনের নৌকা বটে,
বেয়ে দে শ্রীদুর্গা বোলে।
মন মহামন্ত্র যন্ত্র যার,
সুবাতাসে বাদাম তুলে।
মন পবনের নৌকা বটে।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *