মন তুই মরলি ঘুরে হাজার তীর্থ
Mon Tui Morli Ghure Hajar Tirtha
অ্যালবাম: ভারততীর্থ
কথা: দেবপ্রসাদ চক্রবর্তী
সুর: মৃণাল বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: মান্না দে
মন তুই মরলি ঘুরে হাজার তীর্থ
[ফেলে রেখে নিজের ঘর!]-২
[গঙ্গাতীরে রাসমণি মার]-২
[পূণ্যতীর্থ দক্ষিণেশ্বর!]-
মন তুই মরলি ঘুরে হাজার তীর্থ
[ফেলে রেখে নিজের ঘর!]-২
[এখানে পূজারী যে আপনভোলা,
পূজা করে চোখের জলে;
দিবানিশি সন্ধ্যা সকাল,
মায়ে-পোয়ে কথা বলে]-২
মায়ে-পোয়ে কথা বলে
[এমন মানুষ আর কেহ নয়]-২
প্রাণের ঠাকুর গদাধর!
[গঙ্গাতীরে রাসমণি মার]-২
[পূণ্যতীর্থ দক্ষিণেশ্বর!]-২
[আদিগঙ্গার তীরে আবার
ঘর বেধেছে পালিকা,
নারায়ণী জগজ্জননী
কালীঘাটের কালিকা]-২
ভূবনরূপী শিবও থাকেন
যে চরণের তলে,
সেই চরণের ছোঁয়া মেলে
কালীঘাটে এলে;
[মুক্তি যদি চাস পেতে মন]-২
এই মাটিকে মাথায় কর!
[গঙ্গাতীরে রাসমণি মার]-২
[পূণ্যতীর্থ দক্ষিণেশ্বর!]-২
মন তুই মরলি ঘুরে হাজার তীর্থ
[ফেলে রেখে নিজের ঘর!]-২