মন তুই ভডুয়া বাঙ্গাল
Mon Tui Bhoruya Bangal
মন তুই ভডুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
সদরে সাজ করছ ভাল
পাছ-বাড়ী তোর নাই বেড়া।।
কোথায় বস্তু কোথায় মন
চৌকি পাহারা দাও অনুক্ষণ
কাজ দেখি পাগলের মতন
কথায় দেখি কাঠ ফাঁড়া।।
কোন কোণায় কি হচ্ছে ঘরে
এক দিন দেখলি না তারে
পিতৃধন সবে গেল চোরে
হলিরে তুই ফুকতারা।।
পাছ-বাড়ী আঁটেল কর
ঘর-চোরার চিনে ধর
লালন বলে নইলে তোরও
থাকবে না মুল এক কড়া।।