মন কেন মুরিদ হইলি না
Keno Murid Hoili Na
বলন বাণী
মন কেন মুরিদ হইলি না,
আর কয় জনম থাকবি কানা।
যেই শিষ্য জ্ঞানসন্ধানী,
চৈতন্য দেয় গুরুগুণি,
সে গুরুর কারণে শুনি,
লাভ করে অচিনজনা।
যে শিষ্য জ্ঞানপিপাসী,
অচিন চিনে হয় তাপস্বী,
রহে না তার কর্মফাঁসি,
খাঁসা শিষ্য সেজনা।