মনে রবে নীরবে তুমি চিরদিনই | Mone robe nirobe tumi cirodini | Lyrics
মনে রবে নীরবে তুমি চিরদিনই এই কথা তোমায় দিলাম
Mone robe nirobe tumi cirodini ei kotha tomay dilam
ছবি: প্রেম প্রতিজ্ঞা
শিল্পী: কুমার শানু ও সাধনা সরগম
মনে রবে নীরবে তুমি চিরদিনই
ও ও ও ও ও ও ও ও
মনে রবে নীরবে
তুমি চিরদিনই
এই কথা তোমায় দিলাম।।
নিষেধের বাঁধনে,
কারো কোন শাসনে,
ভালোবাসা যায়না,
বেঁধে রাখা জীবনে।।
ও চলনা দু’জনে শুধু গুঞ্জনে
সব ভুলে ভেসে যাই
প্রেমেরই উজানে
তাইতো কাছেতে এলাম।।
ও ও ও ও ও ও ও ও
মনে রবে নিরবে
তুমি চিরদিনই
এই কথা তোমায় দিলাম।।
তুমি পাশে থাকলে,
আরো ভালোবাসলে,
কোন বাঁধা বাঁধা নয়,
হাতে হাত রাখলে ও।।
কাজলে কাজলে
স্বপ্ন সাজালে
তোমারি খুশীর স্রোতে
আমাকে ভাসালে
তাইতো তোমারি হলাম।।
ও ও ও ও ও ও ও
মনে রবে নীরবে
তুমি চিরদিনই
এই কথা তোমায় দিলাম।।
ও ও ও ও ও ও ও
মনে রবে নীরবে
তুমি চিরদিনই
এই কথা তোমায় দিলাম।।
Mone robe nirobe tumi cirodini