মনে যারে চায় তারে কি ভুলিতে
Mone Jare Chai Tare Ki Vulite
কন্ঠ: অনন্ত বালা বৈষ্ণবী/খালিদ হাসান মিলু
Mone Jare Chai Tare Ki Vulite
কন্ঠ: অনন্ত বালা বৈষ্ণবী/খালিদ হাসান মিলু
মনে যারে চায়
তারে কি ভুলিতে গো পারি
তারে কি ভুলিতে পারি
পরেরই কথায় রে
প্রানে যারে চায় বন্ধুরে।
ও বন্ধু মনে যারে চায়
তারে কি ভুলিতে পারি
পরেরই কথায় রে
মনে যারে চায় বন্ধুরে।
গাছের বল হয় শিকড় বাকড়
মাছের বল হয় পানি।
তুমি আমার শীতের কাঁথা
তুমি আমার শীতের কাঁথা
উদলা ঘরের ছাউনি রে
প্রানে যারে চায় বন্ধুরে
ও বন্ধু মনে যারে চায়
তারে কি ভুলিতে পারি
পরেরই কথায় রে
প্রানে যারে চায় বন্ধুরে।
তোমায় ভালোবাইসা বন্ধু,
লোকের হইলাম বৈরী।।
তোমার প্রেমের ছায়ায় আমি
তোমার প্রেমের ছায়ায় আমি
মরতে যেন পারি রে।
প্রানে যারে চায় বন্ধুরে
ও বন্ধু মনে যারে চায়
তারে কি ভুলিতে পারি
পরেরই কথায় রে
প্রানে যারে চায় বন্ধুরে।
ও বন্ধু মনে যারে চায়।