মনরে তোর বুদ্ধি একি
Monre Tor Buddhi Eki
কমলাকান্তের গান”
প্রসাদী সুর
কন্ঠ-শ্রীকান্ত আচার্য্য
মনরে তোর বুদ্ধি একি
মনরে তোর বুদ্ধি একি (২)
ও তুই সাপ ধরা জ্ঞান না শিখিয়ে,
তালাশ করে বেড়াস সেকি (২)
মনরে তোর বুদ্ধি একি (২)
ব্যাধের ছেলে পাখি মারে,
জেলের ছেলে মৎস্য ধরে (২)
(মনরে) ওঝার ছেলে গরু হলে (২)
গো-সাপে তাই কাটে নাকি
মনরে তোর বুদ্ধি একি (২)
জাতি ধর্ম সর্প খেলা,
সেই মন্ত্রে করোনা হেলা (২)
(মনরে)যখন বলবে বাপ
সাপ ধরিতে-
তখন হবি অধোমুখী (২)
মনরে তোর বুদ্ধি একি (২)
Monre Tor Buddhi Eki