মধুর চেয়ে মিষ্টি
Madhur Cheye Mishti
ছায়াছবি: সন্তান (১৯৯৯)
কথা: লীলা চৌধুরী
সুর: অসীম চ্যাটার্জী
কণ্ঠ: গৌতম ঘোষ
[মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি
ওই হাসিমুখ দেখব বলে
তোমার কাছে আসি]-২
[তুমি হারানো সেই মা
তুমি আমার মা]-২
মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি।
[সব হারায়ে পথে পথে
ঘুরেছিলাম নিরাশাতে]-২
[স্নেহের পরশ তুমি দিলে]-২
টানলে কাছে মা
[তুমি হারানো সেই মা
তুমি আমার মা]-২
মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি।
[পিতা-মাতার এমন স্নেহ
আমার মত পায়না কেহ
মা পেয়েছি বোন পেয়েছি
ধন্য আমি মা]-২
দুঃখ তোমার করবই দূর
কথা দিলাম মা
তুমি হারানো সেই মা
তুমি আমার মা
মধুর চেয়ে মিষ্টি মাগো
তোমার মুখের হাসি
ওই হাসিমুখ দেখব বলে
তোমার কাছে আসি
[তুমি হারানো সেই মা
তুমি আমার মা]-৩