ভোর হয়ে গেছে তবু নীল নীল | Bhor Hoye Geche Tobu Neel Neel | Lyrics

ভোর হয়ে গেছে তবু নীল নীল
Bhor Hoye Geche Tobu Neel Neel
অ্যালবাম: একটি চোখে গঙ্গা
একটি চোখে পদ্মা (২০০০)
কথা: চন্দন চৌধুরী
সুর: অরূপ প্রণয়
কণ্ঠ: কুমার শানু
ভোর হয়ে গেছে তবু নীল নীল চোখে তার
এখনও তো রাত বাকি রয়েছে।
[ভোর হয়ে গেছে তবু নীল নীল চোখে তার
এখনও তো রাত বাকি রয়েছে,
স্বপ্নের সাগরের কিনারাতে এসে যেন
পথিকের পথ শেষ হয়েছে;
ও যেন অজানা,ও যেন অচেনা]-২
[ঝাঁকে ঝাঁকে আশা উড়ে চলে যায়
মনের আকাশ ভেঙে কোন ঠিকানায়(হো)]-২
পাবেনা খুঁজে তো বাসা;
হো দেখো বুঝি ভালোবাসা
রাত জাগা নেশা নেশা
এতদিনে চোখ তুলে চেয়েছে
ও যেন অজানা,ও যেন অচেনা।
[কাছে কাছে আছে তবু বহুদূর
মিলনেতে বাজে বিরহের সুর (হো)]-২
মনের জানালা খুলে দিয়ে
হো আজ বহুদিন পরে অনুরাগ দিয়ে দিয়ে
আমারই তো নাম লেখা হয়েছে
ও কেন অজানা,ও কেন অচেনা।
ভোর হয়ে গেছে তবু,নীল নীল চোখে তার
এখনও তো রাত বাকি রয়েছে
স্বপ্নের সাগরের কিনারাতে এসে যেন
পথিকের পথ শেষ হয়েছে
[ও যেন অজানা,ও যেন অচেনা]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *