ভোরের পাখি গানে গানে
Bhorer Pakhi Gaane Gaane
ছায়াছবি: আলোর দিশারী স্বরূপানন্দ
গীতিকার: দেবপ্রসাদ চক্রবর্তী
সুরকার: জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী: অজয় চক্রবর্তী
[ভোরের পাখি গানে গানে
তোমারই গায় বন্দনা
প্রথম আলোয় আকাশ জুড়ে
সূর্য আঁকে আল্পনা
বিকশিত ফুল সুরভি ছড়ায়
তোমার জগৎ মন্দিরে
বাতাসে বাজে মোহনবাঁশি
সুন্দর তুমি অন্তরে]-২
[তরঙ্গ ওঠে শিশিরে শিশিরে
তোমার চরণ ধুতে,
ঊর্ধ্ব শিরে বৈরাগীগিরি
তোমাকে চায় ছুঁতে]-২
সবুজ বনানী হিল্লোলে প্রভু
তোমারই আরতি করে
বাতাসে বাজে মোহনবাঁশি
সুন্দর তুমি অন্তরে।
[বিহঙ্গ ওড়ে অসীম গগনে
লক্ষ নিযুতে
পূণ্য তীর্থে চির সে পথিক
চায়না পিছুতে]-২
সুধা নির্ঝর চির নির্ভরে
প্রণতি নমস্কারে
বাতাসে বাজে মোহনবাঁশি
সুন্দর তুমি অন্তরে।
ভোরের পাখি গানে গানে
তোমারই গায় বন্দনা
প্রথম আলোয় আকাশ জুড়ে
সূর্য আঁকে আল্পনা
বিকশিত ফুল সুরভি ছড়ায়
তোমার জগৎ মন্দিরে
বাতাসে বাজে মোহনবাঁশি
সুন্দর তুমি অন্তরে।