ভুল ভেঙে গেলে কাছে আসবে | Bhul Bhenge Gele Kache Asbe | পিন্টু ভট্টাচার্য

ভুল ভেঙে গেলে কাছে আসবে
Bhul Bhenge Gele Kache Asbe
কথা: শ্যামল গুপ্ত
সুর: অনল চট্টোপাধ্যায়
শিল্পী: পিন্টু ভট্টাচার্য
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম
সব সয়ে যে তোমায় এতো ভালোবেসেছে
একদিন তাকে ভালোবাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম।
[এ চোখে যতই জল আসুক নেমে
তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে]-২
আমায় নতুন করে চিনতে পেরে
তোমারও দুচোখ জলে ভাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম।
বুকভরা অনুরাগ আছে যার
অভিমানটুকু করা সাজে তার
সে শুধু পারে দিতে বিরহের দাম
আমি জানতাম
যে প্রদীপ নিভে গিয়ে তোমায় খুঁজে
তুমি ছাড়া তার ব্যথা কে আর বোঝে?
এ আঁধারে আগুনের পরশে তোমার
আবার সে জ্বলে উঠে হাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম
সব সয়ে যে তোমায় এতো ভালোবেসেছে
একদিন তাকে ভালোবাসবে
জানতাম আমি জানতাম
ভুল ভেঙ্গে গেলে কাছে আসবে আমি জানতাম।
ভুল ভেঙে গেলে কাছে আসবে | Bhul Bhenge Gele Kache Asbe | পিন্টু ভট্টাচার্য

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *