ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে | Bhul Bujhiya Jodi Bhule Jao More | Lyrics

a logo for keylyrics.com
ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে
Bhul Bujhiya Jodi Bhule Jao More
কথা,সুর ও শিল্পী: মোঃ ইব্রাহীম

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে

ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে
ভালোবাসা কখনো ভুলোনা গো।
ভালোবাসা কখনো ভুলোনা
ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে
ভালোবাসা কখনো ভুলোনা গো
ভালোবাসা কখনো ভুলোনা।
যদি গো কোনদিন মনে পড়ে মোরে,
রেখো না সেদিনের স্মৃতি স্মরণে।।
বিরহের জ্বালা হয়ে আমাকে জ্বালিও না
ভালোবাসা কখনো ভুলোনা গো
ভালোবাসা কখনো ভুলোনা।
ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে
ভালোবাসা কখনো ভুলোনা গো।
ভালোবাসা কখনো ভুলোনা।
শপথের মালা ছিঁড়েছ যখনি,
কি হবে কেঁদে কেঁদে কাটায়ে রজনী।।
ব্যথারই মালা হয়ে আমাকে জড়িও না।
ভালোবাসা কখনো ভুলোনা গো
ভালোবাসা কখনো ভুলোনা।
ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে
ভালোবাসা কখনো ভুলোনা গো।
ভালোবাসা কখনো ভুলোনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *