ভুবনমোহিনী মাগো | Bhubon Mohini Maago Lyrics | অনুপ জলোটা

Durga

ভুবনমোহিনী মাগো

ভুবনমোহিনী মাগো
Bhubon Mohini Maago Lyrics
কন্ঠ-অনুপ জলোটা
 
 
 
 
ভুবনমোহিনী মাগো
তুমি তারা মা(২)
কে বুঝিতে পারে মাগো
তব মহিমা,
মাগো তব মহিমা(২)
জয় জয় তারা মা
তারা মা তারা মা(৪)
ভুবনমোহিনী মাগো
তুমি তারা মা(২)
তারা রুপে পেয়েছিল
ক্ষ্যাপা সাধক বামা,
দক্ষের ঘরে তুমি মাগো,
আদরিনী উমা মাগো
আদরিনী উমা(২)
কভু তুমি সাজো কালি,
কভু তুমি বনমালী(২)
কোন্ নামে ডাকিলে মাগো
পাব করুনা
জয় জয় তারা মা তারা মা
তারা মা(২)
প্রসাদ বলে তোমায় মাগো
জগত-জননী,
ঠাকুর রামকৃষ্ণ বলে,
ভবতারিনী মাগো
ভবতারিনী(২)
যে যেই নামে ডাকে,
মা কি তারে ফেলে রাখে(২)
অবশেষে ভবনদী
পার করে নাও
জয় জয় তারা মা তারা মা
তারা মা(৪)
ভুবনমোহিনী মাগো
তুমি তারা মা(২)
কে বুঝিতে পারে
মাগো তব মহিমা
মাগো তব মহিমা
জয় জয় তারা মা তারা মা
তারা মা(৪)
মা…..মাগো
ভুবনমোহিনী মাগো | Bhubon Mohini Maago Lyrics | অনুপ জলোটা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *