ভালোবেসে ডাকো জীবন দিয়ে দেব | Bhalobese Dako Jibon Diye Debo | Key Lyrics

ভালোবেসে ডাকো জীবন দিয়ে দেব
Bhalobese Dako Jibon Diye Debo
ছায়াছবি: বাবা কেন চাকর
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জামান
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: মিতালী মুখার্জী ও কুমার সুজয়
(সুজয় ভট্টাচার্য)
ভালোবেসে ডাকো জীবন দিয়ে দেব
কাছে এসে দেখো আপন করে নেব
ভালোবাস বাসো না কাছে আস আসো না
হে হে আ আ আ আ আ আ
ভালোবেসে ডাকো জীবন দিয়ে দেব
কাছে এসে দেখো আপন করে নেব
ভালোবাস বাসো না কাছে আস আসো না
রু রু রু রু রু রু রু রু রু রু রু রু রু রু রু
তোমার দুটি ঠোঁটে আমার কথাগুলো
যেন গোলাপ হয়ে ফোঁটে।
তোমার চোখে চেয়ে প্রেমের অনুরাগে
আমি জীবন গেছি পেয়ে
জীবন ভরে তুমি শুধু
প্রেমের হাসি হেসো
চোখে চেয়ে হাসো না কাছে আস আস না
ভালোবেসে ডাকো জীবন দিয়ে দেব
কাছে এসে দেখো আপন করে নেব
ভালোবাস বাসো না কাছে আস আসো না
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা
তোমায় বুকে ধরে আদর নিয়ে নিয়ে
আমি সুখেই যাব মরে।
ওগো সোহাগিনী প্রেমের ছোঁয়া পেয়ে
আমি হলাম চিরঋণী।
জীবন কেটে যাবে শুধু প্রেমের বাসনা পেয়ে
তুমি আমার বাসনা কাছে আস আস না
ভালোবেসে ডাকো জীবন দিয়ে দেব
কাছে এসে দেখো আপন করে নেব
ভালোবাস বাসো না কাছে আস আস না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *