ভালবেসে ঘর বান্ধিলাম | Bhalobese Ghor Bandhilam | Folk Song

ভালবেসে ঘর বান্ধিলাম
Bhalobese Ghor Bandhilam Lyrics & Tune: Unknown
Folk Song


ভালবেসে ঘর বান্ধিলাম
সোনা বন্ধুর ভাঙ্গা নায়,
মনে লয় ডুবিতাম যমুনায় ।
আগেতো কইলা নারে বন্ধু
এমনি যাবে দিনো হাল,
মন সপিলাম দেখিয়া তার
নানান রং-বেরং এর পাল ।
সব দুই আঙ্গলা পোড়া কপাল
ঘুমটিতে পানি চুঁয়ায়…
কর্ম দোষে ধরল বিষে
ঝাইরা নামায় ওঝা নাই,
কাক পক্ষীরে খাওয়াইলাম
সোনার তন ঝরা কামাই ।
দিন রজনী লইয়া খেলাই
প্রাণ জুড়ায় না জোছনায়…
একবার যদি সূখ পাখিরে
হাতের কাছে ধরিতাম,
তার চরণেই পাগল হাসান
একেবারেই মরিতাম ।
প্রাণ সখিরে গান শুনাইতাম
শুইয়া ফুলের বিছাঁনায়…
ভালবেসে ঘর বান্ধিলাম | Bhalobese Ghor Bandhilam | Folk Song

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *