ভারতরত্ন তুমি কোকিলকণ্ঠী তুমি
Bharat Ratna Tumi Kokil-Konthi Tumi
গীতিকার: দেব প্রসাদ চক্রবর্তী
সুরকার: অশোক ভদ্র
শিল্পী: বুবুন
[ভারতরত্ন তুমি,কোকিলকণ্ঠী তুমি
তুমিই তুলনা তোমার]-২
[তোমার কণ্ঠে মা সরস্বতীর]-২
অমৃত বীণার ঝংকার
ও ও ভারতরত্ন তুমি,
কোকিলকণ্ঠী তুমি
তুমিই তুলনা তোমার
সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
প্রণাম তোমায় শতবার
লতা মঙ্গেশকর
প্রণাম তোমায় শতবার।
[গানে গানে তুমি
কত কথা গেছো বলে
খুশি আর অভিমানে
সঙ্গী সবার হলে]-২
মন-ভরানো সুরে
মুগ্ধ করেছো বারবার
সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
প্রণাম তোমায় শতবার
লতা মঙ্গেশকর
প্রণাম তোমায় শতবার।
[মিশে আছো তুমি
গানের পৃথিবী জুড়ে
তুমি নেই তবু আছো
কত না হাজার সুরে]-২
গানের দেবী যে তুমি
নাও গো মা পূজা সবার
সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
প্রণাম তোমায় শতবার
লতা মঙ্গেশকর
[প্রণাম তোমায় শতবার]-৩