ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে | Vab Tarange Eso Amar Songe | ওস্তাদ জালাল উদ্দিন

ওস্তাদ জালাল উদ্দিন
ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে
যদি কারো ভাল লাগে রে

ভাবের কথা জানতে গেলে যা আছে তার শেষ
সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ
ছাইড়া দে তুই মাওলানার বেশ
মাতাল বৈতাল সাজো আগে

মদ খাওয়া মাতালের মতন পরে দাও গা ঘুম
অমাবস্যা পূর্ণিমাতে সাজবে নেশার ধুম
ফুল বাগিচায় ফুটবে কুসুম 
নব বৈশাখের অগ্রভাগে

ভাবের কথা যে না বোঝে তার কপালে ছালি
স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি
কবি জালালে কয় গুদাম খালি
ভাঙ্গা ঘরে শিয়াল জাগে

ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে  Vab Tarange Eso Amar Songe ওস্তাদ জালাল উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *