ভাগ্য আমায় নিয়ে করে কী খেলা
Vaggya Amay Niye Kore Ki Khela
ছায়াছবি: হাতিয়ার
কথা: দেবাংশু চক্রবর্তী
সঙ্গীত: অশোক রাজ
শিল্পী: কুমার শানু
আমাকে নিয়ে বিধাতার কী খেলা
যেখানে আমি যাই দেখি অবহেলা
[ভাগ্য আমায় নিয়ে করে কী খেলা?]-২
যেখানে আমি যাই দেখি অবহেলা
শুধু অবহেলা শুধু অবহেলা !
হা হা হে হে হো হো
[রোদের অালো খুঁজি শ্রাবণের আকাশে]-২
যাকে ফুল ভাবি কাগজে গড়া সে
আমি দিশাহারা খুঁজে যাই কিনারা
যাকে চাঁদ ভাবি সে মায়ার যে খেলা
ভাগ্য আমায় নিয়ে করে কী খেলা
যেখানে আমি যাই দেখি অবহেলা
শুধু অবহেলা শুধু অবহেলা !
হা হা হা হে হে হে হা হা হা হা হা হা
[ছিল যে ঘুমিয়ে প্রাণে ভালোবাসা]-২
জাগালে বুকে তা কেন আলো আশা?
মরুভূমি মনে বলো কী কারনে
মরীচিকা এনে বাড়ালে যে জ্বালা
[ভাগ্য আমায় নিয়ে করে কী খেলা]-২
যেখানে আমি যাই দেখি অবহেলা
শুধু অবহেলা শুধু অবহেলা!
হুঁ হুঁ হুঁ হো হো হো হো হুঁ হুঁ হুঁ হা হা হা