ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
Bhoja Ucit Bote Chorar Hari
Key lyrics
ফকির লালন সাঁই
ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি ।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি ।।
ছড়ার হাঁড়ির জল
ক্ষণেকে পরশ ফল
ক্ষণেকে ছুঁস নে বলে
করিস আড়ি ।।
চণ্ডী মণ্ডপালয়
ভেকি ভেকশালয়
বারংবার আসে আর যায়
ছড়ার নূড়ি ।।
ছড়ার হাঁড়ির মত
রয়েছে বিষম তত্ত্ব
লালন বলে জাগাও আগে
বুদ্ধির নাড়ি ।।