বোঝাবো কি করে তোকে | Bojhabo Ki Kore Toke | অরজিত সিং ও অন্বেষা দত্ত

Song: Bojhabo Ki Kore Toke
Movie Name: Haripada Bandwala (2016)
Singers: Arijit Singh, Anweshaa Dattagupta
Lyricist: Prasen
Music Composer: Indraadip Dasgupta
Director: Pathikrit Basu
Creative Producer: Ravi Kinagi
Backing Vocals: Arijit Dev
Mix-Master: Subhadeep Mitra
DOP: Iswar Chandra Barik
Label: SVF Music
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই,
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি তোকেই মাথায় করে বেচে আছি তাই,
আজ চুরি চুরি মন, উরি উরি মন, ঘুরি ঘুরি মন।।
তিলে তিলে হল কি যে গেলো বিজে মন
আগে তো শ্রবণের ছিল না কারন,
তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়,
আজ চুরি চুরি মন, উরি উরি মন, ঘুরি ঘুরি মন।।
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাদ আর ফুটে যাবে ফুল,
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
তকেই মাথায় করে বেছে আছি তাই
আজ চুরি চুরি মন, উরি উরি মন, ঘুরি ঘুরি মন।।

 

 

 

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *