বেসেছি যাকে নিয়ে
ছবিঃ দিলবালে(হিন্দি)
(বাংলা ভার্শন)
শিল্পী-কুমার শানু ও
অলকা ইয়াগনিক
ও ও ও ও ও ও ও ও ও
ও ও ও ও আ আ আ আ
বেসেছি যাকে নিয়ে,
যাকে নিয়ে মরে গেছি।।
সেই মেয়ে সেই মেয়ে তুমি,
যাকে আমি ভালোবেসেছি।।
বেসেছি যাকে নিয়ে,
যাকে নিয়ে মরে গেছি।
সেই মেয়ে সেই মেয়ে তুমি,
যাকে আমি ভালোবেসেছি।।
কত অনুরাগ আছে এ বুকে
দেখাই কেমন করে।।
প্রেমেতে আমি পাগল হয়েছি
বোঝাই কি গান ধরে।।
সে ভাষা মেলেনা
যে ভাষা আমি খুঁজেছি।
সেই মেয়ে সেই মেয়ে তুমি,
যাকে আমি ভালোবেসেছি।।
(বন্ধু তুমিও গাও না !
তোমার আমার জানার কিছু
মিল করিয়ে দেয়,গাও না ! )
ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও ও
আমার চোখেতে
আমার হাসিতে
ছবি যে তোমার আছে।।
যেদিকে তাকাই
যেখানেতে যাই
তোমাকে পাই যে কাছে।।
দিবসে নিশিতে
তোমাকে শুধু ভেবেছি।
সেই মানুষ সেই মানুষ তুমি,
যাকে আমি ভালোবেসেছি।।
বেসেছি যাকে নিয়ে,
যাকে নিয়ে মরে গেছি
সেই মানুষ সেই মানুষ,
যাকে আমি ভালোবেসেছি।।
(মনে হয় তুমিও
প্রেম করেছিলে ;
কখন্ কখনো তুমিও স্বপ্নার
মত ধোঁকা তো দাওনি !)
আমার যা কিছু
উজাড় করে গো
দিলাম গলার মালা।।
তারপর কি দানে
কেন কে জানে ?
এলো কাঁটার জ্বালা।।
আলোরই প্রদীপে
আগুন শুধুই পেয়েছি।
সেই মেয়ে কেমন মেয়ে
যাকে বলো ভালোবেসেছি।
সেই মেয়ে সেই মেয়ে তুমি
যাকে আমি ভালোবেসেছি।
বেসেছি যাকে নিয়ে,
যাকে নিয়ে মরে গেছি
সেই মানুষ সেই মানুষ তুমি
যাকে আমি ভালো বেসেছি
সেই মানুষ সেই মানুষ তুমি
যাকে আমি ভালো ও ও ও