বুড়ি হইলাম তোর কারণে লিরিক্স
Buri Hoilam Tor Karone Lyrics
অ্যালবাম: ময়নারে
গীতিকার: শেখ ওয়াহিদুর রহমান
সুরকার: আনিসুর রহমান তনু
শিল্পী: কাঙ্গালিনী সুফিয়া
Buri Hoilam Tor Karone Lyrics
অ্যালবাম: ময়নারে
গীতিকার: শেখ ওয়াহিদুর রহমান
সুরকার: আনিসুর রহমান তনু
শিল্পী: কাঙ্গালিনী সুফিয়া
Buri Hoilam Tor Karone
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার করে আনি
তবু বুইড়ার মন পাইলাম নারে
বুড়ি হইলাম তোমার কারণে।
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার করে আনি
তবু বন্ধুর মন পাইলাম নারে
বুড়ি হইলাম তোর কারণে।
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
কোদালে কাটিয়া মাটি,
হাতুড় দিয়া পাথর ভাঙি।।
মাথার ঘাম পায়ে ফেলি।।
তবু দুঃখ গেল নারে।
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
চা বাগানে একলা জীবন
মর্মব্যথা দিলে কেবল।
পিঠে রেখে বাঁশের ঝুড়ি।।
সবুজ চায়ের ভাঙি পুড়ি রে
বুড়ি হইলাম তোর কারণে।
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
ভেবে সাধক অহেদ বলে।।
পাতার বাহার দেখে দেখে।
ভেবে সাধক অহেদ বলে
পাতার বাহার দেখে দেখে।
চড়াই নালায় গোছল কইরা।।
নদীনালায় গোছল কইরা
কত নারীর জীবন গেলরে।
বুড়ি হইলাম তোর কারণে।
পরাণের বান্ধব রে,
বুড়ি হইলাম তোর কারণে।।
কত কষ্ট কইরা আমি,
কামাই রোজগার করে আনি।।
মাথার ঘাম পায়ে ফেলি।।
তবু দুঃখ গেলনা রে
বুড়ি হইলাম তোর কারণে।
পরাণের বান্ধব রে,
বুড়ি হইলাম তোর কারণে।।।
বুড়ি হইলাম তোর কারণে
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার ক’রে আনি,
তবু বু’ড়ার মন পাইলাম না রে
পরাণের বান্ধব রে,
বুড়ি হইলাম তোর কারণে।
কোদালে কাটিয়া মাটি
হাতড় দিয়া পাথর ভাঙি,
মাথার ঘাম পায়ে ফেলি
তবু দুঃখ গেলো না রে।
চা বাগানের একলা জীবন
মর্মব্যথা দিলে কেবল,
পিঠে বেঁধে বাঁশের ঝুড়ি
সবুজ চায়ের ভাঙি কুঁড়ি রে।
ভেবে সাধক ওয়াহেদ বলে
পাতার বাহার দেখে-দেখে,
চড়ায়-নলায় গোসল কইরা
কত নারীর জীবন গেল রে।