বুঝবে না কেউ বুঝবে না | Bujhbe Na Keu Bujhbe Na | Key Lyrics

বুঝবে না কেউ বুঝবে না
Bujhbe Na Keu Bujhbe Na
ছায়াছবি: কবিতা (১৯৭৭)
কথা ও সুর: সলিল চৌধুরী
সঙ্গীত: সলিল চৌধুরী
শিল্পী: লতা মঙ্গেশকর
[বুঝবেনা কেউ বুঝবেনা
কী যে মনের ব্যথা?]-২
অন্ধ-খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা।
বুঝবেনা কেউ বুঝবেনা
কী যে মনের ব্যথা?
অন্ধ-খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা।
বুঝবেনা কেউ বুঝবেনা
কী যে মনের ব্যথা?
[যদি এমন হতো যত বেদনা,
বীজেরই মতন করে যেত গো বোনা]-২
লালে লাল ফুলে ফুলে ভরে যেত গা
দূর থেকে দেখেই তারে যেত গো চেনা।
খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা
অন্ধ-খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা।
বুঝবেনা কেউ বুঝবেনা
কী যে মনের ব্যথা?
[আমি তোমায় কোনো দোষ দেবো না,
আমারই মতন জ্বলো তাও চা’বো না]-২
বোঝা না বোঝার আলোছায়া ফেলো না
চেনা হয়ে চিরদিনই রব অচেনা
মুছবে না কেউ মুছবে না
ভিজে চোখের পাতা
অন্ধ-খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা।
বুঝবেনা কেউ বুঝবেনা
কী যে মনের ব্যথা?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *