বিহুর এ লগন মধুর এ লগন
Bihur E Logon Madhur E Lagon
কথা: তুষার দে
সুর: স্বাগত
শিল্পী: স্বাগত/বিশ্বজিৎ দাসগুপ্ত ও মৌ
Bihur E Logon Madhur E Lagon
আ আ আ
বিহুর এ লগন মধুর এ লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামেলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার
ভাসিল রে।
হলুদ বরন মেখলায় তার
যৌবন উছলায়
লাল ওড়নার আড়াল দিয়া
চক্ষু দুটি চায়
খোপায় টগর ময়না বুঝি
আমায় খুঁজে হায়
বসন্তে এ বিহুর লগন
উত্তাল হয়ি যায়
বিহুর এ লগন মধুর এ লগন,
অকাশে বাতাসে লাগিল রে
নাচিতে নাচিতে তার ভরা যৌবন
বিহুর সাজে সবার মাঝে অসিল রে
তাহার নাচ দেখি
অমার অঙ্গ অবশ হয়
ঢোলের কাঠি দুহাত থিকে
অপনি খসি যায়
জগত জুড়ি বিহুর পরব
খুশি যে ছড়ায়
বসন্তে এ বিহুর লগন
উত্তাল হয়ি যায়
বিহুর এ লগন মধুর এ লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামেলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার
ভাসিল রে।
বিহুর এ লগন মধুর এ লগন
বিহুর এ লগন মধুরে লগন
অকাশে বাতাসে লাগিল রে,
চম্পা ফুটিছে চামেলী ফুটিছে
তার সুবাসে ময়না আমার ভাসিল রে।
হলুদ-বরণ মেঘলায় তার যৌবন উছলায়
লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়,
খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়
বসন্তের এ বিহুর লগন উত্তাল হয়ি যায়।
বিহুর এ লগন মধুরে লগন
অকাশে বাতাসে লাগিল রে,
নাচিতে-নাচিতে তার ভরা যৌবন
বিহুর সাজে সবার মাঝে অসিল রে।
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবশ হয়
ঢোলের কাঠি দু’হাত থিকে আপনি খসি যায়,
জগত জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়
বসন্তের এ বিহুর লগন উত্তাল হয়ি যায়।