বিশ্বপিতা তুমি হে প্রভু – লিরিক্স | BiswaPita Tumi He Prabhu | Lyrics

বিশ্বপিতা তুমি হে প্রভু
BiswaPita Tumi He Prabhu
ছায়াছবি: সিস্টার (১৯৭৭)
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: সবিতা চৌধুরী
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু।
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছ যে দানে।
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশিথে সূর্যের
চাঁদের খেলা এই গগনে।
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
শত বাধা বিঘ্নেরই
মুখোমুখি যেন পড়ি।
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী হাসিতে প্রেমে
আর গান দিয়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *