বিবাগী এ জীবন খুঁজে
Bibagi E Jibon Khuje
সংগীত: রাহুল দেব বর্মন
শিল্পী: গৌতম ঘোষ
[বিবাগী এ জীবন খুঁজে ফেরে যে সুখের দিশা
আ যেই ধরাতলে আ যেই ধরাতলে]-২
[দিন আসে যায় স্মৃতি রেখে যায়]-২
শুধু শতদল এ মনের নীরবে ঝরে যায়
সে ফাগুন এলে ও যে ফোঁটে না গো আর
যত বন্ধু সাথি সবই সুখের দিনে
এই ভুবনে ব্যথায় ব্যথী মেলা যে ভার
ভালোবাসার বিনিময়ে মেলেনা ভালোবাসা
আ যেই ধরাতলে আ যেই ধরাতলে
বিবাগী এ জীবন খুঁজে ফেরে যে সুখের দিশা
আ যেই ধরাতলে আ যেই ধরাতলে।
[আশা নিরাশায় শুধু দুলে যায়]-২
এ মন নিশিদিন বৃথা ঘোরা এ গোলকধাঁধায়
আসল ঠিকানা রয়ে যে যায় অজানা
কেউ দূর থেকে বহুদূরে গেলে
কখনো আর কাছে ফিরে আসেনা
আলোর কিরণ ঢেকে যে রেখেছে ঘন কুয়াশা
আ যেই ধরাতলে আ যেই ধরাতলে
বিবাগী এ জীবন খুঁজে ফেরে যে সুখের দিশা
আ যেই ধরাতলে আ যেই ধরাতলে।