বিধি তোমার লীলা বোঝা বড় ভার
Bidhi Tomar Leela Bojha Boro Var
কথা, সুর, শিল্পী- অর্জুন বিশ্বাস
বিধি তোমার লীলা বোঝা বড় ভার (৪)
তোমার নদী তোমার নৌকা তুফানও তোমার (২)
বিধি তোমার লীলা বোঝা বড় ভার (৩)
তোমার ঈশারাতেই ফুল ফোটে,
দিনের পরে রাত সূর্য ওঠে (৩)
সাগর শুকিয়ে হয় কঠিন পাহাড় (২)
বিধি তোমার লীলা বোঝা বড় ভার (৩)
তুমি হাসাও আবার তুমি কাঁদাও,
তুমি মারো আবার তুমি বাঁচাও (২)
একূল ওকূল ভেঙে কর একাকার (২)
বিধি তোমার লীলা বোঝা বড় ভার (৩)
তোমার নদী তোমার নৌকা তুফানও তোমার (২)
বিধি তোমার লীলা বোঝা বড় ভার (৩)