বিধি ওরে কী লিখেছে
Bidhi Ore Ki Likheche
শিল্পী: পরীক্ষিত বালা
চলে যেতে হবে সকল ছেড়ে
আসলে রে শমন
বিধি ওরে কী লিখেছে,
কখন কার মরণ।।
কেউবা থাকে রাজপ্রাসাদে,
কেউবা ভিক্ষারী।।
কেউবা ডাকে দয়াল হরি
দাও চরণ তরী
এই জীবনের হিসেব নিকেশ।।
আসবে রে যখন
বিধি ওরে কী লিখেছে,
কখন কার মরণ।।
জীবনের এ খাতার পাতায়,
ফাঁকি দিলি সবই।।
পরীক্ষিত বলে ধীরেন রে তুই
ধর্ গুরুর চরণ।
জন্ম হলেই মরতে হবে।।
রাখিস রে স্মরণ।
বিধি ওরে কী লিখেছে,
কখন কার মরণ।।
বিধি ওরে কী লেখেছে,
কখন কার মরণ।