বিদ্যা দিলে বিদ্যাদায়িনী
Bidya Dile Bidyadayini
সরস্বতী বন্দনা
কথা: দেবপ্রসাদ চক্রবর্তী
সুর: কুন্দন সাহা
(মিউজিক লেভেল: কৃষ্টি ক্রিয়েশন)
কণ্ঠ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
Bidya Dile Bidyadayini
সরস্বতী বন্দনা
কথা: দেবপ্রসাদ চক্রবর্তী
সুর: কুন্দন সাহা
(মিউজিক লেভেল: কৃষ্টি ক্রিয়েশন)
কণ্ঠ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে
[বিদ্যা দিলে বিদ্যাদায়িনী,
জ্ঞানের আলো ছড়িয়ে দিলে
যত আঁধার সরিয়ে নিলে,
মাগো ভগবতী হংসবাহিনী]-২
[ওগো শুভ্রবসনা সরস্বতী মা]-২
[সুরের মূর্ছনা তোমার বীণার ঝঙ্কারে
জড়ালে কি মায়ায় তুমি বারেবারে]-২
মাগো বাগেশ্বরী,ভারতী-সারদা
নাও প্রণতি বীণাবাদিনী
[ওগো শুভ্রবসনা সরস্বতী মা]-২
[বিদ্যাবতী মাগো তুমি পরমেশ্বরী
তোমায় গানে গানে আরতি করি]-২
অঞ্জলি রাখি তোমার চরণে
ধন্য কর তুমি ধরণী
[বিদ্যা দিলে বিদ্যাদায়িনী,
জ্ঞানের আলো ছড়িয়ে দিলে
যত আঁধার সরিয়ে নিলে,
মাগো ভগবতী হংসবাহিনী]-২
[ওগো শুভ্রবসনা সরস্বতী মা]-২