বিদ্যালয় মোদের বিদ্যালয় | Biddaloy Moder Biddaloy | ছায়াছবি-বিক্ষোভ | শিল্পী-সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা

বিদ্যালয় মোদের বিদ্যালয়
Biddaloy Moder Biddaloy 
ছায়াছবি-বিক্ষোভ
শিল্পী-সৈয়দ আব্দুল হাদী,রুনা লায়লা
Cast: Salman Shah, Shabnur & Others
Singer: Syed Abdul Hadi & Runa Laila
Lyrics & Music : Ahmed Imtiaz Bulbul
Movie: Bikkhov
Director: Mohammad Hannan
Producer: Sheikh Didarul Hossain Didar
Production: D. M. Films

বিদ্যালয় মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে।।
হয় রে সূর্যোদয়,হয় রে সূর্যোদয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

আ আ আ আ আ আ আ আ আ
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা।।
এখানে শব্দ শুধু ও ও ও ও ও ও
এখানে শব্দ শুধু বিশ্ব মায়ের বুকের কথার
এই কোন রণাঙ্গনের রক্তে ভেজা
সিক্ত প্রান্ত নয়,সিক্ত প্রান্ত নয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

এখানে জন্ম কত শিল্পী,কবি সাহিত্যিকের।।
এখানে পটভূমি ও ও ও ও ও ও
এখানে পটভূমি জ্ঞানীগুণী মনীষীদের
এখানে থাকবে কেন আতঙ্ক আর
হঠাৎ মৃত্যু ভয়,হঠাৎ মৃত্যু ভয়
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে।।
হয় রে সূর্যোদয়,হয় রে সূর্যোদয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *