বাবা তোমার দরবারে সব পাগলের খেলা | Baba Tomar Dorbare Sob Pagoler Khela | Key Lyrics

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
Baba Tomar Dorbare Sob Pagoler Khela
ছোট আবুল সরকার

Baba Tomar Dorbare Sob Pagoler Khela

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
বাবা হরেক রকম পাগল নিয়া
মিলাইছে মেলা।।
বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ওরস আসে।।
হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা।।
আমার বাবায় থাকতো পাগল বেসে
তাই তো এতো পাগল আসে।।
আর পাগলদের কে ভালোবেসে সয় কত জ্বালা।।
আরে দরবারের পাগলের গোড়া
আরে পূর্ববল্লার মেব্বার তারা
“আরে খোদারাম পাগলের সেরা
বাবার নামে উতলা।।
বাবার কিছু ছেলে পাগল আছে
আবুল সরকার বাংলাদেশে।।
গোলাম পাগল ইন্ডিয়াতে পইড়া একালা।।

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

বছর শেষে চৈত্র মাসে, তখন বাবার ওরস আসে
হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা,
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

আমার বাবায় থাকতো পাগলবেশে
তাইতো এত পাগল আসে,
পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

বাবার কিছু ছেলে পাগল আছে
আবুল সরকার বাংলাদেশে,
গোলাম পাগল ইন্ডিয়াতে পইড়া একেলা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *