শিরোনামঃ বেনানন্দ
Benananda
বাঁশ পাতা আর কলমি লতা
Bash Pata Ar Kolmi Lota
শিল্পীঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ বেনানন্দ
বাঁশ পাতা আর কলমি লতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে
বাঁশ পাতা আর কলমি লতা।।
এবার মরে সোনা হবো স্বর্ণ কারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো…..
এবার মরে সোনা হবো স্বর্ণ কারের দোকানে যাবো,
মালা হয়ে উঠবো আমি, মালা হয়ে উঠবো আমি
বেনানন্দের গলেতে…….
বাশ পাতা আর কলমি লতা গহীন জলে ভাসে রে,
বাশ পাতা আর কলমি লতা।।
এবার মরে সুতো হবো তাতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো……..
এবার মরে সুতো হবো তাতির ঘরে জন্ম নেবো,
শাড়ি হয়ে উঠবো আমি, শাড়ি হয়ে উঠবো আমি
বেনানন্দের অঙ্গেতে ,
বাশ পাতা আর কলমি লতা গহীন জলে ভাসে রে
বাশ পাতা আর কলমি লতা।।
এবার মরে মাটি হবো কুমার ঘরে জন্ম নেবো
এবার মরে মাটি হবো গো…….
এবার মরে মাটি হবো কুমার ঘরে জন্ম নেবো
কলসি হয়ে উঠবো আমি, কলসি হয়ে উঠবো আমি
বেনানন্দের কাংখেতে ,
বাশ পাতা আর কলমি লতা গহীন জলে ভাসে রে
হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে,
বাশ পাতা আর কলমি লতা।।