বাঁশি বাজায় প্রাণ বন্দুয়ায় | Banshi Bajay Pran Bondhuyay | Amir Song

বাঁশি বাজায় প্রাণ বন্দুয়ায়
Banshi Bajay Pran Bondhuyay
আমির উদ্দিন
বাঁশি বাজায় প্রান বন্দুয়ায়’
যমুনার পুলীনে গো
বিশখা রইব কেমনে।
গৃহে না রহিতে পারি,
বাঁশীর ধ্বনি শুনে গো।।
বিশখা রইব কেমনে।
বিশখা কয়’ শুন গো রাঁধে
না জানি কে বাঁজায় বাঁশী,
তার মন স্বাদে।
রাধিকা কয়’ ও বিশখা,
আমার নাম সে জানে গো।।
বিশখা রইব কেমনে।
সে যে আমার মন চোরা
দূরে দূরে থাকে নিঠুর’
নাহি দেয় ধরা।
হয়তো আমার ভাগ্য ভালা
পাইব এত দিনে গো।।
বিশখা রইব কেমনে।
সখি সঙ্গে লইয়া রাধিকা,
রসরাজ বন্ধুয়ার সনে
করিতে দেখা।
মন চলে যায় আগে আগে,
বন্ধু দরশনে গো।।
বিশখা রইব কেমনে।
কদম তলে হইল মিলন
যথায় প্রিয়া তথায় কানু’
যুগল বৃন্দাবন।
জুরাইল রাধিকার জীবন,
কয় আমির উদ্দিনে গো।।
বিশখা রইব কেমনে।
বাশি বাজায় প্রান বন্দুয়ায় | Banshi Bajay Pran Bondhuyay | Amir Song

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *