বহুদূর থেকে এ কথা
Bohudur Theke E Katha
ছায়াছবি: হীরক জয়ন্তী
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: গৌতম বসু
শিল্পী: কিশোর কুমার
বহুদূর থেকে এ কথা,
দিতে এলাম উপহার।।
বহুদূর থেকে এ কথা
দিতে এলাম উপহার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
আ হা আ হা হা
আমার দু’চোখে জ্বালো,
তুমি যে নতুন আলো।।
যে দিকে তাকাই,
আমি দেখি তাই
তোমাকেই শুধু বারে বার।
বহুদূর থেকে এ কথা
দিতে এলাম উপহার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
হো হো ও হো হো হো
আমার মাটির ভূমি,
স্বর্গ করেছ তুমি।।
ভরে গেল মন
ভরল জীবন
চাই না তো কিছু আর।
বহুদূর থেকে এ কথা
দিতে এলাম উপহার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
হো হো ও হো হো হো হো
এ এ আ আ আ ও এ এ