বহুত মিনতি করি তোয়(মাধব)
Bahuta Minoti Kori Toya (Madhaba)
বিদ্যাপতির গান
বৈষ্ণব পদাবলী হতে গৃহীত
কন্ঠ-কিরণ রায় ও চন্দনা মজুমদার
মাধব মাধব মাধব মাধব
বহুত মিনতি করি তোয়(মাধব)(২)
দেই তুলসী তিল এ দেহ সমর্পিলুঁ
দয়া জনু ছোড়বি মোয় মাধব
বহুত,মিনতি করি তোয়(মাধব)(২)
গণইতে দোষ গুন-লেশ না পাওবি
যব তুহু করবি বিচার।
তুহুঁ জগন্নাথ জগতে কহায়সি(২)
জগ বাহির নহ মুঞি ছার
মাধব,বহুত মিনতি করি তোয়(মাধব)।।
কিয়ে মানুষ পশু পাখি
কিয়ে জনমিয়ে
অথবা কীটপতঙ্গ।
করম-বিপাকে গতাগতি পুনপুন(২)
মতি রহু তুয়া পরসঙ্গ মাধব
বহুত মিনতি করি তোয়(মাধব)(২)
ভনয়ে বিদ্যাপতি
অতিশয় কাতর
তরইতে ইহ ভবসিন্দু।
তুয়া পদপল্লব করি অবলম্বন(২)
তিল এক দেহ দীনবন্দু মাধব
বহু মিনতি করি তোয়(মাধব)(২)
দেই তুলসী তিল এ দেহ সমর্পিলুঁ
দয়া জনু ছোড়বি মোয়
মাধব,বহুত মিনতি করি তোয়
মাধব,বহুত মিনতি করি তোয়(৩)