বসন পর মা
Boson Poro Ma
রামপ্রসাদী গান
লহরী-আড়াঠেকা
কণ্ঠ: কুমার শানু
বসন পর মা,বসন পর মা
বসন পর পর মাগো,বসন পর মা
চন্দনে চর্চিত জবা,পদে দিব আমি গো
বসন পর মা পর,বসন পর মা,
বসন পর পর মাগো,বসন পর মা।
কালীঘাটে কালী তুমি,কৈলাসে ভবানী
বৃন্দাবনে রাধাপ্যারী,গোকূলে গোপিনী
পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী
কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলী গো;
বসন পর মা পর,বসন পর মা।
কার বাড়ি গিয়েছিলে,কে করেছে সেবা
শিরে দেখি রক্তচন্দন,পদে রক্তজবা
ডানি হস্তে বরাভয় মাগো,বাম হস্তে অসি
কাটিয়া অসুরের মুণ্ড,করেছে রাশি রাশি গো
বসন পর মা পর,বসন পর মা।
অসিতে রুধির ধারা,গলে মুণ্ডমালা
হেঁটমুখে চেয়ে দেখ,পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট,ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে,উলঙ্গ কেমনে
বসন পর মা পর,বসন পর মা।
তুমি পাগল,পতি পাগল
মাগো আরো আছে পাগল
প্রসাদ হয়েছে পাগল,
চরণ পাবার আশে গো
বসন পর মা পর,বসন পর মা
বসন পর পর মাগো,বসন পর মা
[বসন পর মা]-৩