বসন্ত বাতাসে সই গো
Bosonto Batase Soi Go
শাহ আব্দুল করিম
বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে
সই গো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুল বাগানে
নানান বর্ণের ফুল
ফুলের গন্ধে মনানন্দে
ভ্রমর হয় আকুল
সই গো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি
বাড়ির পুর্ব-ধারে
সেথায় বসে বাজায় বাঁশি
প্রাণ নিলো তার সুরে
সই গো, বসন্ত বাতাসে
মন নিলো তার বাঁশির তানে
রূপে নিলো আঁখি
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকি
সই গো, বসন্ত বাতাসে