বসন্ত ফাগুনে নতুন যৌবনে
Bosonto Fagune Notun Joubone
কারী আমীর উদ্দিন
বসন্ত ফাগুনে নতুন যৌবনে
কেমনে থাকি ঘরে.
কোথায় রহিল গো মন ভ্রমরা
কে আনিয়া বলো’ দিবে তারে..
মনেরী আনন্দে, দক্ষিনা বাতাস
বহিয়া নিয়া যায় ফুলেরই সুবাস
জানি না খবর, কত মধুকর
পিপাসী হয়ে যায়, মধুরও তরে..
ঋতুরাজ পুষ্পে, ভরিয়া ডালা
গাথিয়া রেখেচি গো, প্রিয়তম মালা
বন্ধুয়ার গলে রাখি, হইতাম চির সুখী
যৌবন আসিল সে কি এলনা ফিরে..
যৌবন হইয়াছে বৈরী, কি করি উপায়
ঠারাঠুরি করে লোকে, দেখিলে আমায়
নারীর বেদনা, নিষ্ঠুর কি জানেনা
সহিতে পারিনা কয় পাগল আমীরে..